বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া তানভীর ছিদ্দিকী হত্যা মামলায় আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের নাম উল্লেক করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চাঁন্দগাও থানার ওসি জাহিদুল কবির। তিনি বলেন, তানভীর ছিদ্দিক হত্যার ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় চাঁন্দগাও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর অস্ত্রসহ হাটহাজারী থেকে গ্রেপ্তার হয়ে ছাত্রলীগের পদ হারানো নুরুল আজিম রনিকেও আসামি করা হয়েছে।
মামলার বাদি শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। মামলায় কাউন্সিলর এসরারের সহযোগী মহিউদ্দীন ফরহাদ, ড্রিল জালাল, ফরিদ, সিটি কলেজের ভিপি তাহসীন, ফিরোজসহ মোট ৩৪ জনের নাম উল্লেখ করা করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।