চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ৯ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনেই বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-ফেনী জেলার দাগনভূঁইয়া থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. মোবারক (৩০) ও ভোলার উত্তর দিঘলদী গুইংগারহাট বাজার এলাকার শাহজাহান সরদারের ছেলে মো. মিরাজ (৩৬)।
পুলিশ জানায়, শিশুটির মা পোশাক কারখানায় চাকরি করেন এবং বাবা গাড়ির ইঞ্জিন মিস্ত্রি। তাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তারা নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ভাড়াঘরে বসবাস করেন। শিশুটি বাসার পাশের এক শিক্ষকের কাছে প্রতিদিন প্রাইভেট পড়তে যায়। এ সুযোগে গ্রেপ্তাররা ফুসলিয়ে গত ২০ এবং ২৫ অক্টোবর সল্টগোলা মসজিদ মার্কেট নেজাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণ চেষ্টা করে।
এ সময় শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে ভিকটিমের বাবা-মা বিষয়টি জানতে পেরে শিশুটিকে সঙ্গে নিয়ে সল্টগোলা ক্রসিং এলাকায় দুই আসামিকে খুঁজতে বের হন। সর্বশেষ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই স্থানে দুই আসামিকে দেখে শনাক্ত করে।
এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির বাবা-মা দুই অপরাধীকে আটকিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ দুই অপরাধীকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করে।
বন্দর থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির মায়ের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।