সারদেশে মাধ্যমিক এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫০ হাজারের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে বিএসবি ফাউন্ডেশন। গত ১৮ মে থেকে শুরু হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে স্কলারশিপ, মেডেল ও সার্টিফিকেট।
বুধবার (২২ মে) চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পুলস্থ সিটি হল কনভেনশন সেন্টারে শুরু হয় বিএসবি ফাউন্ডেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান। যা চলবে ২৩ মে পর্যন্ত।
সরজমিনে দেখা যায়, সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী অভিভাবকরা ভিড় করেন কনভেনশন সেন্টারে। এর পর খনিকের জন্য হাসি আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। একে অন্যর সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠেন তারা, অনেকে আবার ব্যস্ত সম পার করেন ছবি তুলতে। বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যায় অভিভাবকদের মাঝেও। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর কানায় কনায় পরিপূর্ণ হয়ে যায় কনভেনশন হল প্রাঙ্গণ।
দেশের সবচেয়ে বড় শিক্ষাসেবা প্রতিষ্ঠান বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন এম কে বাশার বলেন, আমরা প্রতি বছর এসএসসি এবং এইচএসসি পাশ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকি। এবারও আমাদের সকল ক্যাম্পাসের আয়োজনে এসএসসি পাশ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছি।
তিনি বলেন, আমাদের এই আয়োজন কেবলই ফুল-সনদ কিংবা ক্রেস্টের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা এই আয়োজন থেকে শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মেসেজ পৌঁছে দেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে একজন নিজেকে কিভাবে প্রস্তত করবেন সেসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন সেসব বিষয়েও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।