চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে চট্টগ্রামে শেষবারের মতো মঞ্চায়িত হতে যাচ্ছে মনোজ মিত্রের নাটক ‘কিনু কাহারের থেটার’।
আগামী শনি, রবি ও সোমবার (২২, ২৩ ও ২৪ জুলাই) নগরীর থিয়েটার ইন্সটিটিউটে মোট চারটি শিফটে নাটকটি মঞ্চায়িত হবে ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ এবং সহকারী অধ্যাপক আরাফাতুল আলম।
এ সময় তারা কলেন, প্রথমদিন ২২ জুলাই বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সোয়া ৭টায় ২ শিফটে মঞ্চায়িত হবে। এবং ২৩ এবং ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় এক শিফট করে দু’দিনে দুই শিফটে মঞ্চায়িত হবে।
তারা বলেন, নাটক দেখার জন্য অনলাইন ও অফলাইনে টিকেট সংগ্রহ করা যাবে। চবির রেল স্টেশনে এবং চাকসু ভবনে টিকেটের বুথ থাকবে। অনলাইনে নাট্যকলা বিভাগের ফেসবুক পেইজ থেকে সংগ্রহ করা যাবে টিকেট।
এছাড়া নাটক মঞ্চায়নের এক ঘন্টা আগে থেকে থিয়েটার ইন্সটিটিউটের কাউন্টার থেকেও টিকেট পাওয়া যাবে বলে জানান তারা।
মন্তব্য নেওয়া বন্ধ।