চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলার ঘটনার মামলায় ৮ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে মঙ্গলবার(১০ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন।
মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, পুলিশের উপর হামলার একটি মামলায় ৮ আসামির ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।
আসামিরা হলেন—সুমন দাস, সাকিবুল আলম, আহমদ হোসেন, সুজন চন্দ্র দাশ, ইমন চক্রবর্তী, রূপন দাশ, মো. রাকিব ও সৌরভ দাশ।
এর আগে, পুলিশের ওপর হামলার আরেকটি মামলায় অন্য ৮ আসামিকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাশকে কারাগারে পাঠানোর আদেশ দিলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশের ওপর হামলাসহ সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে হত্যা করা হয়।
সেদিনের ঘটনায় তিন স্থানে পুলিশের উপর হামলার অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।
ওই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো মোট ১৪০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মন্তব্য নেওয়া বন্ধ।