চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানের সিটের নীচ থেকে ৩৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব স্বর্ণের মোট ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ হাজার টাকা।
বুধবার রাত ৭টা ৪৪ মিনিটের সময় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়া এয়ারলাইনস থেকে স্বর্ণগুলো উদ্ধার হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বলেন, শারজাহ থেকে আসা ৫ নম্বর বোডিং ব্রিজে সংযুক্ত এয়ার এরাবিয়া এয়ারলাইনসের ফ্লাইট নং-জি ৯৫২০ এ তল্লাশি করে নাইন এফ সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেট কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৩৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণবার আইনী পদক্ষেপ গ্রহনের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।