চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, সিলেটে গ্রেপ্তার স্বামী

চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসী দীঘিরপাড় এলাকায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় তার স্বামী মো. পেয়ার আহাম্মদ প্রকাশ রিপনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানার বগাইয়া হাওর এলাকার একটি বাড়ি থেকে র‍্যাব-৭ ও ৯ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কাজী মো. পেয়ার আহম্মদ প্রকাশ রিপন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্নান কোম্পানির বাড়ির মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে।

র‍্যাব জানায়, পারিবারিক কলহের জেরে পেয়ার আহাম্মদ স্ত্রী হালিমাকে (২৮) হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ দম্পতি দুই সন্তানসহ চট্টগ্রামের কলসী দীঘিরপাড় এলাকায় থাকতেন।

ওই বাসার কেয়ারটেকার গত ১৬ আগস্ট দুপুরে নিহতের ভাই মো. ইমরানকে জানিয়েছিলেন, হালিমার ঘর থেকে দুই দিন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে হালিমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. ইমরান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পেয়ার আহাম্মদ পলাতক ছিলেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরিফ-উল- আলম বলেন, পেয়ার আহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। তিনি নিয়মিত কাজ করতেন না। বেশিরভাগ সময় বেকার অবস্থায় ঘোরাফেরা এবং মানুষের কাছে টাকাপয়সা ধার করতেন। টাকাপয়সার জন্য তিনি স্ত্রী হালিমাকে মারধর করতেন। একপর্যায়ে হালিমাকে হত্যা করেন পেয়ার আহাম্মদ।

পেয়ার আহাম্মদকে গ্রেপ্তারের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা

মন্তব্য নেওয়া বন্ধ।