চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭২ জন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবুল হোসাইন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন।

আবুল হোসাইন নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। এ নিয়ে চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫১। আর মারা গেছেন ১৩ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।