চট্টগ্রামে ৩৫ মামলার আসামি সন্ত্রাসী বার্মা সবুজ গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী, ৩৫ মামলার আসামি মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে সিএমপি’র বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। একইসাথে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাতে নগর পুলিশের পক্ষ থেকে এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, শনিবার (২৮ জুন) বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করে বার্মা সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৭ জুন বার্মা সবুজের নেতৃত্বে সুমন খান ও মো. জনিসহ ১২/১৩ জনের একটি দল মোহাম্মদ ইউসুফ নামে একজনের বাসায় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। এসময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ বাদীকে হত্যার হুমকি প্রদান করে।

এরপর আবার শনিবার সকালে সবুজের নেতৃত্ব ১২-১৩ জনের গ্রুপটি ইউসুফের বাসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে নির্মাণাধীন বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন।

বায়েজিদ বোস্তামি থানার ওসি জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে থানার আওতাধীন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ৩৫ মামলার আসামি মো. সবুজ বার্মা সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই আসামিরা চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, খুলশী থানা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে চাঁদাবাজি ও জায়গা দখল ও আদিপত্য বিস্তার করে আসছিল। তারা আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে ত্রাসসৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে।

মন্তব্য নেওয়া বন্ধ।