চট্টগ্রামের পটিয়ায় মো. জিয়াউল হক তুষার (২৫) নামে হত্য মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সে দীর্ঘ ৫ বছর ধরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পলাতক ছিলো।
বুধবার (১৩ ডিসেম্বর) আনোয়ারা থানার চাতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউলের বাড়ি পটিয়ার ছবির মার্কেট এলাকায়। তার বাবার নাম নুরুল আমিন ওরফে লেদু মিয়া।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, তুষারে বিরুদ্ধে পটিয়া থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৩ টি মামলা রয়েছে। বুধবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।