চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১ আগস্ট) নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোাহাম্মদ আতাউর রহমান,সহ-সভাপতি আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর খান,উপ- দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ কার্যনির্বাহী সদস্য মো সেলিম উদ্দিন, সাহেদ সরোয়ার শামীম প্রমুখ।

সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান ১৫ আগস্টকে পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত ও মর্মন্তুদ ঘটনা উল্লেখ করে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের গৃহীত সকল কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।