চট্টগ্রাম এসে পৌঁছলেন নাবিকরা

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন। মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১ এ পৌঁছেন। এসময় বন্দর কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।

এসআর শিপিং দেশের অন্যতম বৃহত্তম শিপিং কোম্পানি। তারা সমুদ্রগামী বাণিজ্য জাহাজ পরিচালনা করে। ৪৫ হাজার ৬৫৩ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ওজনের বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহর মোট দৈর্ঘ্য (এলওএ) ১৮৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ৩০ দশমিক ৪ মিটার।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে নাবিকরা মুক্ত হন দস্যুদের কবল থেকে। এরপর জাহাজ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর যায়। সেখান থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ১ মে চট্টগ্রামের পথে রওনা দেয়।

মন্তব্য নেওয়া বন্ধ।