চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-বাসের সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ডাম্পার ট্রাক, একটি পণ্যবাহী ট্রাক ও গার্মেন্টস শ্রমিকবাহী একটি মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পটিয়া শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ শিকলবাহা ফাঁড়ির সার্জেন্ট আনিছুর রহমান।

তিনি বলেন, শান্তিরহাট এলাকায় দুই ট্রাক ও যাত্রীবাহী মিনি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। ট্রাক দুটির সংঘর্ষের সময় এদের মধ্যে একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মিনি বাসটি পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে দুই ট্রাকের চালক ও হেলপাররাসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটিকে উদ্ধার করা হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।