চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী লেগুনার সাথে বিজিবি বাসের সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের উত্তর হারবাং কলাতলী জিলানী পুকুরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদ (৩২), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই ইউনিয়নের করমুহুরী পাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া।

দুর্ঘটনার বিষয়ে চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র জানান, লোহাগাড়া থেকে একটি লেগুনা মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী জিলানী পুকুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বিজিবির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, হতাহতরা লেগুনার যাত্রী ছিলেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা পুলিশ হেফাজতে রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।