চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের ৮-১০ জন কর্মী আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করলে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম বলেন, অনার্স পড়ুয়া একজন একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করলে ঘটনার সূত্রপাত হয়। এটা দলীয় মারামারি ছিল না। আমাদের কর্মীরা দুভাগ হয়ে মারামারিতে জড়িয়ে যায়। আমরা বসে সমাধান করে নিচ্ছি।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক বলেন, তুচ্ছ ঘটনায় মারামারি হয়েছে। আমরা এটা বড় হতে দেবো না। সমাধানের জন্য বসছি।
এমএফ/এফএম
মন্তব্য নেওয়া বন্ধ।