চট্টগ্রাম—কাপ্তাই সড়কের রাউজান উপজেলার বৈজ্জালী গেইট নামক এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। তাদের একজন কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার জয় চৌধুরী (২৯) এবং অন্তু তালুকদার (২২)।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক জয় চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদারের ছেলে। সম্পর্কে তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই।
জানা যায়, বিয়ে অনুষ্ঠানের বাজার করতে তারা দুইজন এক সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলো। দুর্ঘটনার শিকার হলে ঘটলে স্থানীয়রা তাদের রক্তাত্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলো ফায়ার ফাইটার জয় চৌধুরী। পরে আমরা তাঁর মৃত্যুর খবরটা পেয়ে জয়ের পরিবারের সাথে যোগাযোগ করেছি। এঘটনায় আমরা কাপ্তাই ফায়ার স্টেশনের সকলেই মর্মাহত।
মন্তব্য নেওয়া বন্ধ।