গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে বিদ্রোহের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেও কয়েদিরা বিদ্রোহ করেছে। পাগলা ঘণ্টা বাজিয়ে কারারক্ষীরা রাবার বুলেট ছুঁড়েন এবং ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে সেনাবাহিনী কারাগার অভ্যান্তরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ বিদ্রোহ শুরু হয় বলে জানান জেল সুপার মঞ্জুর হোসেন। তিনি বলেন, জুমার নামাজের পর কিছু কয়েদি বিদ্রোহ করে। এসময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়।
বিদ্রোহ দমনে হতাহতের বিষয়টি তিনি জানাতে পারেন। তবে কারাগারের ভিতরে সেনাবাহিনী রয়েছে, তারা বিষয়টি দেখছেন বলে জানান মঞ্জুর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে হঠাৎ কারাগারের একাধিক ভবনে কয়েদিরা বিদ্রোহ শুরু করে। কারা রক্ষীরা ফাঁকা গুলি করে এবং বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চায়। ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।