চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে।
জাতীয় রাজস্ব বোর্ড মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) এবং সিপিসি নির্ধারণে প্রণীত আইন বাতিলের দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বানে মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, সারা দেশের সব শুল্ক ভবন ও স্টেশনে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবো আমরা। এরই অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রধান ফটকে অবস্থান নিয়েছি আমরা। আজ আমরা বিল এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ব্যাংক ড্রাফট, পে অর্ডার জমাসহ কোনো কাজই করবো না।
তিনি বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি একটাই সম্মানের সঙ্গে ব্যবসা করতে দিতে হবে। নয়তো আমরা কাজ করবো না, কাউকে কাজ করতেও দেবো না।
মন্তব্য নেওয়া বন্ধ।