চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

ঝমকালো আয়োজনে চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বড়পুলস্থ সিটি হল কনভেনশন সেন্টারে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন ‘স্মার্ট টিচারস ফর ফিউচার এডুকেশন’শীর্ষক কর্মশালারও আয়োজন করা হয়।

সরজমিনে দেখা গেছে, এদিন সকাল সকাল থেকে সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সিটি হল কনভেনশন সেন্টারে আসতে থাকেন। পরিচিত বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠান স্থলে আসেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে কালোয় কালোয় ভরে যায় পুরো সেন্টার। নতুন শিক্ষাজীবনের প্রথমদিন শিক্ষার্থীদের ব্যস্ত থাকতে দেখা যায় গল্প-আড্ডায়। একেবারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ।

চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত 1

এতে উপস্থিত ছিলেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। তিনি উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষাজীবনে তোমরা এক নতুন অধ্যায়ে পদার্পন করছো। মাধ্যমিকের পর একাদশ শ্রেণি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে কে কি হবে। সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতার ওপর জোর দিতে হবে। তাহলে আর কেউ পিছিয়ে থাকবে না।

তিনি বলেন, এগিয়ে যেতে হলে নিজেন মধ্যে বিশেষত্ব আনতে হবে। বিভিন্ন স্কিল আয়ত্ব করা, ডিবেটিং, স্কাউটিং, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সভা-সেমিনারে অংশগ্রহণ করে নিজের প্রোফাইল বড় করতে হবে। তাহলে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।