চট্টগ্রাম চিড়িয়াখানায় লালপাহাড়ের সঙ্গী হিসেবে আনা হয়েছে জলপরী নামে একটি স্ত্রী জলহস্তী। যার বয়স ৯ বছর ওজনে ৯শ কেজি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রংপুর চিড়িয়াখানা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় জলহস্তীটিকে। এর মধ্য দিয়ে সঙ্গিনী পেল চিড়িয়াখানায় গত মাসে আনা পুরুষ জলহস্তী লালপাহাড়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রাণী বিনিময়ের আওতায় এক জোড়া বাঘ দিয়ে রংপুর চিড়িয়াখানা থেকে জলহস্তী আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর এক জোড়া বাঘ চট্টগ্রাম চিড়িয়াখানায় থেকে রংপুরে পৌঁছে দেওয়া হয়।
২১ সেপ্টেম্বর লালপাহাড় নামে ১২ বছর বয়সী পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছায়। আজ (মঙ্গলবার) আরেকটি জলহস্তী চট্টগ্রামে পৌঁছেছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা কমিটির সভাপতি আবুল বাশার মো. ফখরুজ্জামানের নির্দেশনায় প্রাণী বিনিময়ের আওতায় জোড়া বাঘ দিয়ে জোড়া জলহস্তী সংগ্রহ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।