চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. আশরাফ

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (জেলা পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৬ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে জারিকৃত এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে চট্টগ্রামের ৩৫১ জন এবং সিলেটের ১০৩ জনকে আদালতগুলোয় নিয়োগ দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের এক্স ল’ স্টুডেন্ট এসোসিয়েশনের (চুয়েলসা) প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাঁশখালী ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদ (এডহক) কমিটির সভাপতির দায়িত্বে আছেন।

এর আগে, তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়াও তিনি লইয়ার্স ফ্রেন্ড ক্লাব বাংলাদেশের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে আইন পেশার সাথে জড়িত আছেন।

চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন একজন শিক্ষানুরাগী। তিনি দীর্ঘদিন যাবৎ অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি ঐতিহ্যবাহী কালিপুর গ্রামের জীহছ চৌধুরী বাড়ির আব্দুল মাজিদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা বলে জানা গেছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের নিয়োগ পেয়ে আশরাফ হোসেন চৌধুরী মহান আল্লাহর কাছে শুকরিয়া এবং পারিবারিক, সামাজিক ও দলের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন।

এদিকে, চট্টগ্রাম মহানগর পিপি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে অন্যদের অতিরিক্ত মহানগর পিপি ও অতিরিক্ত জেলা পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।