চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়।
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।
এ সময় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ এ কর্ণফুলীর প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ সহ আধুনিক ও ডিজিটাল পরীক্ষা ব্যবস্থাপনার জন্য ইউএনও কর্ণফুলী মামুনুর রশীদকে শুভেচ্ছা জানান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ কর্ণফুলী উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানকে পুরষ্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।