চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। তিনি ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ফলাফল ঘোষণা করেন। ১৫টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার ২ হাজার ৫৬৭ ভোটই পেয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম।
১৯৬০ সালের ১০ আগস্ট ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন এটিএম পিয়ারুল ইসলাম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তিনি নাজিরহাট কলেজ ছাত্র সংসদের ভিপি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ‘ল’ স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের ছাত্র গণ-আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন পেয়ারুল ইসলাম ১৯৯০ সালে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন এই ত্যাগী নেতা।
মন্তব্য নেওয়া বন্ধ।