সন্দ্বীপ উপজেলার পেশাজীবীদের সংগঠন আমরা সন্দ্বীপবাসির উদ্যোগে যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হয়। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, স্বাগত বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক সাংবাদিক সালেহ্ নোমান।
ঘেরাও কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এক সপ্তাহের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ না হলে বৃহত্তর কর্মসূচি প্রদান করবেন বলে হুশিয়ারি দেন।
মানববন্ধনের পর জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালকে এক স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো- একাধিক ইজারা প্রদান, গুপ্তচরা-কুমিরা উভয় ঘাটে ভাড়া উল্লেখিত ৬টি সাইনবোর্ড স্থাপন, স্পিড বোটের ভাড়া ২০০ টাকা, ট্রলার ভাড়া ১০০ টাকা, ৫০ কেজি মালামাল ২০ টাকা, জরুরি চিকিৎসা যান নিশ্চিত করা, শিক্ষার্থীর হাফ ভাড়া, প্রতিবন্ধী যাতায়াত ফ্রি, বিনা সিরিয়ালে প্রবাসীদের টিকেট সংগ্রহ, ওজন মাপার স্কেল চালু প্রভৃতি।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক সাংবাদিক মোঃ খাদেমুল ইসলাম। আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক মাহবুবুল মাওলার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, সমাজকর্মী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আজমত আলী বাহাদুর, গাজী মোঃ আনিসুর রহমান, ফোরকান উদ্দিন রিজভী, সন্দ্বীপ নাগরিক সমাজ’র প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, লায়ন ক্লাব অব চিটাগং ইমার্জিং সন্দ্বীপের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, সন্দ্বীপ নাগরিক সমাজ’র সমন্বয়ক আবদুল কাদের মানিক, এডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, এডভোকেট এস.এম. সাইফুর রহমান নওশাদ, সাংবাদিক ওমর ফয়সাল, সন্দ্বীপ টিভির পরিচালক খোদা বক্স সাইফুল, সন্দ্বীপ সংযোগ’র পরিচালক ফসিউল আলম, মাওলানা কারী দিদারুল মাওলা প্রমুখ।
সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা প্রদত্ত ডি.ও লেটার পড়ে শোনান সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন জিহাদ।
ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকৃত সংগঠনসমূহ হলো- সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সন্দ্বীপ ইউনিক সোসাইটি, ইয়ুথ ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, সন্দ্বীপ নাগরিক সমাজ, সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ, সন্দ্বীপ ‘ল’ স্টুডেন্টস্ ফোরাম, সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ, আলোকিত সংঘ, সন্দ্বীপ স্টুডেন্টস ফোরাম মহসিন কলেজ।
মন্তব্য নেওয়া বন্ধ।