চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু

দীর্ঘ বিরতির পর অবশেষে শুরু হলো চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন চলাচল। এতে যেমন যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তেমনি ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টেশন থেকে প্রথম আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে, গত ১৩ আগস্ট থেকে শুরু হয় লোকাল ট্রেন চলাচল।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টায় মহানগর প্রভাতি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছেন। বেলা ৩টায় মহানগর গোধূলি, বিকাল ৪টায় কক্সবাজার এক্সপ্রেস, ৪টা ৪৫ মিনিটে সোনার বাংলা, সন্ধ্যা ৬টায় মেঘনা এক্সপ্রেস, রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস, ১১টায় তূর্ণা এক্সপ্রেস এবং রাত ১১টা ১৫ মিনিটে পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের কারণে গত ১৯ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করা হয়। চট্টগ্রাম থেকে ১৪ জোড়া আন্তনগর এবং ৬ জোড়া লোকাল ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে।
স্টেশনের ম্যানেজার বলেন, ট্রেন বন্ধ থাকার সময়ে যারা টিকিট নিয়েছেন তাদের টাকা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিটের টাকা পরিশোধ করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।