চট্টগ্রাম নগরীতে থামছে না লাশের মিছিল! এবার গ্যাস বিস্ফোরণে প্রাণ হারালেন আব্দুল খালেক (৬৫) নামের এক ব্যক্তি। একই ঘটনায় তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, অগ্নিদগ্ধ আনোয়ারা বেগম ও আব্দুল খালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা বেগমকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তবে তাকে ঢাকা রেফার করার প্রস্তুতি চলছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের ধুপপুল এলাকার দিদারের ভাড়াঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান নিহত দম্পতির ছেলে মাসুদ রানা।
গ্যাস সিলিন্ডার কিনা জানতে চাইলে জবাবে মাসুদ রানা বলেন, আমাদের ঘরে কোনো সিলিন্ডার নেই, লাইনের গ্যাস।
পুলিশ সূত্র জানিয়েছে, রাতের বেলায় দরজা জানালা বন্ধ থাকা ঘরে গ্যাসের লাইন খোলা ছিল! ধারণা করা হচ্ছে সিগারেট জ্বালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।
মন্তব্য নেওয়া বন্ধ।