চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় স্কুটি আরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। নিহত তরুণ মো. মেহেদী হাসান আরিফ (২৮), তরুণী শারমিসন আক্তার (২২)।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে নগরীর পাহাড়তলী থানার হাক্কানী পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ চট্টগ্রাম খবরকে বলেন, দুপুর ১২টার দিকে স্কুটিকে ট্রাক চাপা দেয়। আমরা স্কুটির দুই আরোহীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত মেহেদী হাসান আরিফ (২৮) আকবরশাহ থানার বিশ্ব কলোনির এম ব্লকের জামাল উল্লাহর ছেলে। শারমিন আক্তার(২২) বিশ্বকলোনির এন ব্লকের ইয়াসিন বাবুলের মেয়ে। তিনি চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।