চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেন মান্না (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে। মান্না ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে মান্নাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন।
ওসি জহির বলেন, হোসেন মান্নাকে তারই বন্ধু জসিম ছুরিকাঘাত করেছে। এসময় মান্নার ছেলে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মান্না স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বন্ধু জসিমের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। আদালতে মামলা চলছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছি।
মন্তব্য নেওয়া বন্ধ।