চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে জুয়ার আস্তানা—৩২ জনকে ধরলো পুলিশ

চট্টগ্রাম নগর পুলিশের সদর দপ্তর দামপাড়ার প্রধান ফটক থেকে মাত্র কয়েক গজ দূরে মুনতাসির টাওয়ার। এই ভবনের ৭ম তলায় নিয়মিত বসে জুয়ার আসার। খবর পেয়ে পুলি জুয়ার আস্তানায় হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৩২ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২ জুলাই) রাত ৮টার দিকে পুলিশ এই অভিযান চালায় বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ।

ওসি নেয়ামত বলেন, ওয়াসা মোড় এলাকার একটি ভবনে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩২ জনেকে আটক করা হয়েছে। জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

টাকার পরিমাণ জানতে চাইলে ওসি জানান, খুচরা টাকা গননায় সময় লাগছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়াড়িদের মধ্যে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার রয়েছে। তাদের ছাড়িয়ে নিতে জোর তদবির চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।