চট্টগ্রাম নগরে এবার নালায় পড়লো শিশু, অল্পে রক্ষা

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর পর এবার নালায় পড়লো এক শিশু। শুষ্ক মৌসুম হওয়ায় এবং পানির স্রোত না থাকায় রক্ষা পেয়েছে শিশুটি।

রোববার (২৭ মার্চ) মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। শিশুটির পরিচয় জানা না গেলেও শনিবার বিকেলে নগরের পুরোনো চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটপাত দিয়ে দুই নারীর হাত ধরে হেঁটে যাচ্ছিলো শিশুটি। হাঁটার একপর্যায়ে সাফা মারওয়া ইলেকট্রনিকসের সামনে থেকে হাজী নুরুল ইসলাম মঞ্জিলের সামনে যেতেই শিশুটি ফুটপাথে নীচের নালায় পড়ে যায়।

দুই নারী শিশুটিকে টেনে তুলে নেন। তাদের চিৎকারে আশপাশের লোকজনও ছুটে আসেন।

এ বিষয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক চট্টগ্রাম খবরকে বলেন, পুরো নগর জুড়েই খাল, নালা সংস্কারসহ জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। দুর্ঘটনার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা আমরা দেখেছি। আমি নিজে গিয়ে স্থানটি দেখে এসেছি এবং নালায় ঢাকনা বসাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।