চটগ্রাম নগরীতে বাস-সিএনজি চালিত অটোরিক্সা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত চার জনের একজন জিহাদুল ইসলাম (২৮) মারা গেছেন। নিহত জিহাদুল ইসলাম চন্দনাইশের কেশুয়া হাজী সালেহ আহমদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার চারজনকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। দুপুর ২টার দিকে জিহাদুল ইসলাম মারা যান।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সকালে কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। আমরা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলাম। তাদের একজন দুপুরে মারা গেছেন।
এক প্রশ্নের জবাবে ওসি রহিম বলেন, দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জান্নাতুন মাওয়া (৪০) ও রাজিবসহ (১৮) তিন জন।
মন্তব্য নেওয়া বন্ধ।