আন্দোলনকারীদের গুলি করে তাড়িয়ে দিয়ে চট্টগ্রাম নিউমার্কেটে সমাবেশ করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলো।
রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে শুরু হয় সমাবেশ। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরীসহ শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে আন্দোলনকালীদের কর্মসূচি ছিল দুপুর আড়াইটায়। একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ ডাকে দুপুর ১টায়। কিন্তু আন্দোলনকারীরা সকাল থেকে জড়ো হয়ে শান্তিপূর্ণ অবস্থান নেয় নিউমার্কেট মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার পর সিটি কলেজের দিক থেকে শুরু হয় গুলি, ককটেল বিষ্ফোরণ। এরপর কোতোয়ালী থানা পুলিশ রায়টকারসহ এসে টিয়ারশেল, গুলি করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। আন্দোলনকারীদের একটা অংশ লালদীঘি, আরেকটা অংশ ওয়াসা মোড়ে গিয়ে জড়ো হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।