চট্টগ্রাম বন্দরে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের খালাস না হওয়া পণ্যের ৭ দিনের ফি বা পোর্ট ডেমারেজ মওকুফ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার (১৮ জুলাই) সচিবালয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা পাবেন। অন্য খাতের ক্ষেত্রে এই সুবিধা দেয়া হবে কি-না, তা নির্ধারন হবে প্রধানমন্ত্রীর নির্দেশনার ওপর।
এ সময় বিজিএমই সভাপতি জানান, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও সংকটে তৈরী পোষাক খাতে ৭ হাজার ৪০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর বাইরে মজুরি বাবদ ক্ষতি হয়েছে ১১’শ কোটি টাকার মতো।
মন্তব্য নেওয়া বন্ধ।