চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাজের জেনারেল স্টুয়ার্ড সাদেক মিয়া (৫৯) নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে।
নিহত সাদেক মিয়া নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি জাহাজের জেনারেল স্টুয়ার্ড ছিলেন। এ ছাড়া আরও ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট শাকিব জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে জাহাজের ক্রুরা সাগরে ঝাঁপ দেন। কোস্টগার্ড ও নৌবাহিনী ২৪ জনকে টাগবোটের মাধ্যমে উদ্ধার করে, বাকিদের সাগর থেকে তোলা হয়। গুরুতর আহত অবস্থায় সাদেক মিয়াকে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে পাওয়া গেলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে। এগুলো সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’-তে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিন জন মারা যান।
মন্তব্য নেওয়া বন্ধ।