চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বন্যার কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর, ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের ১৭, ২০, ২২ ও ২৪ আগস্টের পরীক্ষাও পেছানো হয়েছে। ২৭ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আগামী ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিয়ে এবার এইচএসসি পরীক্ষা শুরু হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৭ আগস্ট ইংরেজি প্রথমপত্র দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তবে সাধারণ ৮টি শিক্ষা বোর্ডে ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।