চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপন সূত্রে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডকে মডেল শিক্ষাবোর্ড হিসেবে গড়ে তুলতে আমি সহকর্মীদের নিয়ে কাজ করবো। শিক্ষাবোর্ডকে শিক্ষার্থীবান্ধব করতে আমি ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মুস্তফা কামরুল আখতার ১৯৯৩ সালের নভেম্বরে স্যার আশুতোষ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ১৯৯৪ সালের আগস্ট মাসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে যোগ দেন।

২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারি সিটি কলেজে যোগ দেন। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান মুস্তফা কামরুল আখতার।

মন্তব্য নেওয়া বন্ধ।