কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
রবিবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এম এ সালাম কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জহুরুল হক, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ারু, মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।