চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিয়মানুযায়ী প্রার্থীর সংসদীয় আসনে ন্যূনতম এক শতাংশ ভোটারের স্বাক্ষরে মিল না পাওয়ায় চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) মনোনয়ন যাচাই বাছই শেষে এ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় বলে জানান নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই দুই প্রার্থী সে শর্ত ঠিকভাবে পালন করতে পারেননি। তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে বলে জানান তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। নির্বাচনে ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যূতে আসনটি শূন্য হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।