চট্টগ্রাম-১০ আসনে নৌকার মাঝি মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। ২৮ জন প্রার্থীকে পেছনে ফেলে আসনটিতে ৩ মাসের জন্য সংসদ সদস্য হতে লড়াই করবেন তিনি। আগামী ৩০ জুলাই এ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনীত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

এর আগে, গত ২ জুন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তার মৃত্যুতে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত।  ১২ জুলাই প্রতীক বরাদ্দ। এবং ৩০ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।