চট্টগ্রাম-১০ উপনির্বাচন—ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কোন রকম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যেবক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বোরবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পযর্ন্ত। নগরীর ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর নিয়ে গঠিত চট্টগ্রাম ১০ আসনের ১৫৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।

জানা গেছে, এদিন সকাল ৮টার পরে নগরীর টাইগারপাসস্থ নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চু। ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দীন বাচ্চু পর্যাপ্ত ভোটার উপস্থিত আছে বলে মন্তব্য করে জয়ের ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেন।

সরজমিনে দেখা গেছে, সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকেলেও বেলা বাড়ার সাথে বেড়েছে ভোটারের সংখ্যা। ইভিএমে ভোট নিয়ে ভোটারদের শঙ্কা থাকলেও ভোট দিতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। এছাড়া নবীন ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে কম সময়ের জন্য নির্বাচন হওয়ায় ভোটারদের আগ্রহ খানিকটা কম ছিলো। যদিও প্রার্থীরা দিনভর ভোটার টানতে নেতা-কর্মীদের নিয়ে কাজ করতে দেখা গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ আসনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার। এর মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা দেয়ার জন্য আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) এ আসনের জন্য লড়ছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোনও ধরনের লিখিত কিংবা মৌখিক অভিযোগ আমার কাছে আসেনি। ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ফলাফল এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে ঘোষণা করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।