রাত পোহালেই ভোট। সারাদেশের ন্যায় চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনেও চলছে উৎসবের আমেজ। চলছে ভোটগ্রহণের সবশেষ প্রস্তুতি। ইতোমধ্যেই দুই উপজেলার ভোটকেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনাগোনা দেখা গেছে সরেজমিনে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে আনোয়ারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১১টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. ইশতিয়াক ইমন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ নির্বাচনে অংশ নিয়েছেন আরও ৬ প্রার্থী। সকাল ৮টার থেকে ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেছন, ভোটের ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন রোববার ভোরে। শনিবার ৭২টি কেন্দ্রে নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রতি কেন্দ্রের নিরাপত্তায় ৯ জন আনসারসহ ২জন পুলিশ সদস্য থাকবে। এছাড়া মাঠে সার্বক্ষণিক টহলে থাকবে সেনাবাহিনী, বিজিবি, তিনজন ম্যাজিস্ট্রেট এবং মোবাইল টিমও।
তিনি আরও বলেন, আনোয়ারায় কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র না থাকলেও আমরা ভোটার এবং কেন্দ্রের নিরাপত্তার জন্য সবধরণের প্রস্ততি গ্রহণ করেছি।
মন্তব্য নেওয়া বন্ধ।