চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঙ্ক্ষিত ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতে কিছু কিছু কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোটাররা বলে, আমাদের এই কেন্দ্রে সকাল থেকে ভিড়। পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। প্রচুর ভোটারের সমাগম ঘটেছে। সবাই নিজ নিজ পছন্দের প্রতীকে ভোট দিচ্ছে। সকাল সকাল ভোটার বেশি থাকলেও দিনভর পরিস্থিতি কি হয় সেদিকেই নজর সবার।
এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দেশের ইতিহাসে এই প্রথম ভোটেরদিন ভোররাতে আনোয়ারা-কর্ণফুলীর ১১৮টি ভোটকেন্দ্রে পৌঁছানো হয় ব্যালট পেপার।
রোববার ভোররাত ৩টার থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার বিতরণ করেন চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা রহমান, রুবিনা ফেরদৌসী, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মোমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।
মন্তব্য নেওয়া বন্ধ।