চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। চার ঘন্টা পর বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুস শহীদ জানান, ‘বগি লাইনচ্যুতের ঘটনা কোনো নাশকতা নয়। ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আহমেদ বলেন, ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসের চারটি চাকা খুলে যায়। সকাল ৯টার পরপরই আমরা রেল লাইন সচল করেছি। সব কিছু স্বাভাবিক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার শুকলালহাট এলাকায় পৌঁছলে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। লাইনটির স্লিপারের জোড়া অংশের লোহা দুর্বল হয়ে ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বগির চারটি চাকা নিচে পড়ে যায়।
মন্তব্য নেওয়া বন্ধ।