চন্দনাইশে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে চন্দনাইশ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—১ বছরের সাজা ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি মো. পারভেজ; ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত মোনছুর আলম এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক) ধারায় এক বছরের সাজা ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি দোবাশীষ মল্লিক।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ফৌজদারি অপরাধের সাথে জড়িত শান্তি বিনষ্টকারী ও সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলার নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।