চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষে শ্রেণিকক্ষে পরিসংখ্যান কোর্সের ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। তবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোদাব্বের আহমেদ। তিনি বলেন, আমরা কিছুদিন আগে ক্লাসরুম গুলো পেইন্টিং করিয়েছিলাম। হয়তো তখন কোনো ভুলের কারণে এমনটা হয়েছে। তবে এতে কেউ আহত হননি। আমি খোঁজ নিচ্ছি।