চবিতে গণিত ক্লাবের যাত্রা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২ নাম্বার গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমান উল্লাহ। এসময় তিনি মিলেমিশে কাজ করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন।

ক্লাবের ফাউন্ডার হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: হাবিবুর রহমান এবং কো-ফাউন্ডার হিসেবে আছেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মিশকাত হোসাইন ছিদ্দিকী।

অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার মো. হাবিবুর রহমান বলেন, ক্লাবের প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণামুখী শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। কেবলমাত্র বিসিএসমুখী না হয়ে মৌলিক গবেষণা কিংবা ভিন্নমুখী স্রোতে শিক্ষার্থীদের চলতে উদ্বুদ্ধ করা ক্লাবের প্রধান কাজ। পাশাপাশি থাকবে বিভিন্ন আত্মোন্নয়নমূলক কর্মসূচি।

কো-ফাউন্ডার মো. মিশকাত ছিদ্দিকী বলেন, অনেক চড়াই উৎড়ায় পেরিয়ে আমাদের ৫০ বছরেরও পুরনো এই বিভাগে এতদিন পর আমরা একটা ক্লাব গঠন করতে পেরেছি। আমাদের বিভাগের প্রাক্তন অধ্যাপক স্যার জামাল নজরুল ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল এন্ড ফিজিক্যাল সায়েন্স। যে উদ্দেশ্য নিয়ে তিনি রিসার্চ সেন্টার গড়ে তুলেছিলেন সেই উদ্দেশ্যকে সামনে রেখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহেদ মো. মঈনুদ্দিন এবং সহকারী অধ্যাপক লিপন চন্দ্র দাস। তারা ক্লাবের অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রাণিত করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।