চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন আইইআর ভবন ও চবি ল্যাবরেটরি কলেজের দেয়ালে লেখা ছিল ছাত্রদলের নামে চিকা। সে চিকা নিজেরাই উপস্থিত থেকে মুছে ফেললেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে এ সমস্ত চিকা মুছে দেন ছাত্রদল নেতাকর্মীরা।
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে এ চিকা মুছে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আসলে এসব চিকাগুলোর ব্যাপারে একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি৷ আমাদের দলের সবার সাথেই এ বিষয়ে আলাপ করেছি। আমাদের মধ্য থেকে কেউই এ কাজ করেনি। কে বা কারা করেছে সে বিষয়ে আমরা জানি না।
তিনি আরও বলেন, আসলে আমরা চাইনা ক্যাম্পাসে আগের মতো কোনো অপরাজনীতির পরিবেশ তৈরি হোক। সারাদেশেই একটি সুষ্টু রাজনীতির ধারা সৃষ্টি হচ্ছে৷ এই চিন্তা থেকেই আমরা চিকাগুলো মুছে দিয়েছি।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, মাটি-ঘাটি’ এই টাইপ লেখা কোনো দিনই চাই না। এগুলা আমাদের জন্য বিব্রতকর। লেখাগুলো কারা লিখেছে আমাদের জানা নাই। কেউ হয়তো উদ্দেশ্যে প্রণোদিত ভাবে করতে পারে। যাইহোক লেখাগুলো যখনই আমাদের নজরে পড়ে তারপরের দিনই ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ সবার উপস্থিতিতে আমরা এইটা মুছে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা অবশ্যই ইতিবাচক রাজনীতির পক্ষে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বদলের পক্ষে। ছাত্রদলের নামে এ ধরণের কিছু দেখলে আপনারা অবশ্যই বলতে পারেন। আমরা আমাদের যে কোন গঠনমূলক সমালোচনা উদারচিত্তেই গ্রহণ করবো।
মন্তব্য নেওয়া বন্ধ।