চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ৫, রুম ভাঙচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বাংলার মুখের (বিএম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিদ্যমান দুটি গ্রুপই সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বৃহস্পতিবার (৯ জুন) রাত দশটার দিকে শহীদ আব্দুর রব হলে এ ঘটনা ঘটে। এসময় ভিএক্স গ্রুপের কর্মীরা ৫-৬ টি রুমে ভাঙচুর চালায়।

আহতরা হলেন— ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ১৭-১৮ সেশনে শাহ পরান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ সেশনের মো. মনোয়ার ও ইতিহাস বিভাগের ২০-২১ সেশনের তৌফিক এলাহি মুন। এছাড়াও তাৎক্ষণিক বাকি দুইজনের নাম পরিচয় জানা যায় নি। আহতরা সবাই বাংলার মুখের কর্মী বলে জানা যায়।

জানা গেছে, হলের ২৪৭ নাম্বার রুমে ভিএক্স ও বিএম গ্রুপের দুইজন করে জুনিয়র কর্মী থাকেন। বিকেল সাড়ে চারটা নাগাদ তাদের মাঝে কথা কাটাকাটি হয়। যা উভয়পক্ষের অন্যান্য সিনয়র জুনিয়র কর্মীদের কানে গেলে দুই পক্ষের কর্মীদের মাঝেই উত্তেজনা বিরাজ করে। এ ঘটনার জেরে রাতে ভিএক্স গ্রুপের কর্মীরা বিএম গ্রুপের দখলে থাকা রুমগুলোতে অতর্কিত হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে সাথে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা হলে এসেছি। উভয় পক্ষকে নিয়ে বসেছি। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন মিলে বসে সমাধানের দিকে যাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।