বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ)। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সহযোগিতা এবং চট্টগ্রাম পরিবেশ অধিপ্তরের নির্দেশনায় গত শুক্রবার (৯ জুন) থেকে শুরু হয়েছে এ আয়োজন। যা শেষ হবে আগামী রবিবার (১৮ জুন)।
বুধবার (১৪ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান ডিসিইউর হেড এক্সিকিউটিভ সজিব তালুকদার।
তিনি জানান, মোট দুইটি ভাগে বিভক্ত এ আয়োজন। প্রথম অংশে রয়েছে পরিবেশ আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। যা গত ৯-১০ জুন সারাদেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দল নিয়ে অনলাইন প্লাটফর্মে আয়োজিত হয়। যেখানে ৪টি প্রিলিমিনারি রাউন্ড কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল পর্যায় পার করে ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তীর্ণ হয়। আগামী ১৮ তারিখ মূল পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় অংশে রয়েছে পরিবেশ মেলা ও সেমিনার। আগামী ১৮ জুন সারাদিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম এবং সমাজ বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে থাকবে পরিবেশ মেলা ও সেমিনার। পরিবেশ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংগঠন মিলিয়ে মোট ১৫টি স্টল থাকবে। এসব স্টলে সংগঠন এবং বিশ্ববিদ্যালয় বিভাগসমূহ পরিবেশ বিষয়ক গবেষণাপত্র প্রকাশ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় স্বীয় কার্যক্রম উপস্থাপন করতে পারবে। থাকবে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও ডাস্টবিন বিতরণ কর্মসূচি।
এছাড়াও থাকবে পরিবেশ অলিম্পিয়াড যেখানে বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগের যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। সেরা ৩ জনকে পুরস্কার তুলে দেওয়া হবে। পরিবেশ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব-ফাইনালে উত্তীর্ণ দুইটি দলের মধ্যে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।
এদিন সেমিনারে এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিট প্লাস্টিক পলিউশনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা পত্র তুলে ধরবেন। পাশাপাশি ইন্সটিটিউট অব মেরিন সাইন্স এর ওশানোগ্রাফি বিভাগের এর শিক্ষক মোহাম্মদ সায়েদুল ইসলাম সরকার উপস্থিত থাকবেন আলোচনায়।
এ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠন পরিবেশ রক্ষায় এবং পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের মধ্য থেকে ৫টি সংগঠনকে পরিবেশ অধিপ্তর এবং ডিসিইউ কর্তৃক পরিবেশ সম্মাননা প্রদান করা হবে। সর্বশেষ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হবে।
সমগ্র এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আয়োজনে সহাকারি পৃষ্ঠপোষক হিসেবে আরও আছে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এবং কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি চট্টগ্রাম। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বেশ কয়েকটি ইলেকট্রনিকস্ এবং ফ্রিন্ট মিডিয়া।
প্রসঙ্গত, ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি ২০২২ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। বিতর্কের প্রসার ও বিতার্কিক তৈরির পাশাপাশি সর্বদা সমাজের প্রয়োজনীয় বিষয়ের বাস্তবিক প্রয়োগ ও আলোচনা তুলে আনতে কাজ করছে এ সংগঠন।
মন্তব্য নেওয়া বন্ধ।