চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে ঢাবিতে ভর্তিচ্ছুদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৪৩৯ জন। বাকি ১০২ জন অনুপস্থিত ছিলেন।
সে হিসেবে ঢাবির ভর্তি পরীক্ষায় চবি উপকেন্দ্রে উপস্থিতির হার ৯৭.১২ শতাংশ।
শনিবার (৪ জুন) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা ধরে চলে এ পরীক্ষা। লিখিত এবং বহুনির্বাচনি উভয় পদ্বতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য নেওয়া বন্ধ।